মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসায়ে শুভ পরিবর্তন ঘটতে পারে। পরিবারের কারও অসুস্থতা আপনার সার্বিক কর্মকাণ্ডে বিরূপ প্রভাব ফলেতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। সৃজনশীল পেশায় আপনার সুনাম ছড়িয়ে পড়তে পারে।
বৃষ (২১ এপ্রিল-২১ মে): চাকরিতে কারও কারও পদোন্নতির সম্ভাবনা আছে। প্রেম বিষয়ক জটিলতার অবসান হবে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন।
জনসংযোগ ও প্রচাররে কাজে সফল হতে পারেন। দূররে যাত্রা শুভ।
মিথুন (২২ মে-২১ জুন): ব্যবসায়ে নতুন নিয়োগ আশার সঞ্চার করতে পারে। চাকরিতে শুভ পরিবর্তন ঘটতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। ফেসবুকে কারও দেওয়া তথ্য আপনার প্রেমিক মনকে উসকে দিতে পারে।
কর্কট (২২ জুন-২২ জুলাই): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখভর পেতে পারেন। বিদেশিযাত্রায় প্রবাসী আত্মীয়রে সহায়তা পেতে পারেন। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। প্রমেয় সাফল্যের দেখা পেতে পারেন।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): ব্যবসায়ে আজ লাভের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। সন্তান-সন্ততির কৃতিত্ব আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। খেলাধুলার জন্য বিদেশ থেকে সম্মাননা পেতে পারেন।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। বিদেশি যাত্রায় প্রবাসী আত্মীয়রে সহায়তা পেতে পারেন। রাজনৈতিক তৎপরতা শুভ। প্রমেয় সাফল্যের সম্ভাবনা আছ। সৃজনশীল কাজরে স্বীকৃতি পাবনে।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): ফাটকা ব্যবসায়ে নিয়োগ করে লাভবান হতে পারেন। মামলা-মোকদ্দমা রায় আপনার পক্ষে যেতে পারে। পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। আজ কাউকে প্রেমের প্রস্তাব দিলে ফলাফল ইতিবাচক হতে পারে। দূররে যাত্রা শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): শিক্ষা কিংবা গবেষণায় অবদানরে জন্য বিদেশি থেকে সম্মাননা পেতে পারেন। জনসংযোগ ও প্রচাররে কাজে সাফল্যের সম্ভাবনা আছে। ব্যবসায়ে শুভ পরিবর্তন ঘটতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে।
বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতা দূর হতে পারে। প্রমেয় সাফল্যের দেখা পেতে পারেন।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): ব্যবসায়ে আগরে ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবনে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। রোমান্স ও বিনোদন শুভ।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): বিদেশি যাত্রায় ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। পাওনা আদায়ে অগ্রগতি হবে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। নতুন চাকরিতে কেউ কেউ গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। স্বাস্থ্য ভালো যাবে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ফাটকা ব্যবসায়ে নিয়োগ করে লাভবান হতে পারেন। বিদেশিযাত্রায় প্রবাসী আত্মীয়রে সহায়তা পেতে পারেন। সৃজনশীল পেশায় সুনাম ছড়িয়ে পড়তে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবনে।