উজিরপুরে করোনার প্রতিরোধে এবার স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের ফাইজার টিকা দেওয়ার কার্যক্রম হাতে নিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলার ডাকবাংলোতে ফাইজারের প্রথম ডোজ টিকা দেওয়ার কর্মসূচির উদ্বোধন করেন পৌর মেয়র গিয়াস উদ্দিন ব্যাপারী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা শওকত আলীসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী করোনার ভাইরাস প্রতিরোধে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের এই টিকার আওতায় আনা হয়েছে এবং প্রতিদিন ৯০০ শিক্ষার্থীকে টিকা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে উজিরপুরে।
প্রথম ডোজ টিকা গ্রহণ করা শিক্ষার্থীদের উৎসাহ দিতে এবং টিকা দেওয়ার কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিদ সিকদার বাচ্চু। টিকা নিতে পেরে শিক্ষার্থীরা সরকারকে ধন্যবাদ জানায়।
স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা শওকত আলী জানান, ১২ থেকে ১৭ বছর শিক্ষার্থীদের টিকা দেওয়ার প্রস্তুতি নিয়েছে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তবে কোন কোন কেন্দ্রে শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে এই বিষয় কিছুই জানাননি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। তাই পৌরসভার ডাকবাংলাতেই মাধ্যমিক শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়।