নড়াইলের লোহাগড়া উপজেলার ১১ নম্বর ইতনা ইউনিয়নের ইতনা পশ্চিম পাড়ার মোর্শেদ আলীর পোলট্রির খামারে আগুন লেগে দেড় হাজার মুরগি পুড়ে ছাই হয়ে গেছে। গত শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
খামারের মালিক মোর্শেদ আলী বলেন, ‘গত শনিবার রাত ৩টার দিকে খামারের ভেতর মুরগির হইচই শুনে ঘুম ভেঙে যায়। দ্রুত বেরিয়ে এসে দেখি খামার আগুন জ্বলছে। তখন দ্রুত বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে দেই। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে খামারে থাকা দেড় হাজার মুরগি পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
মোর্শেদ আলী আরও বলেন, ‘বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে আমি এ ব্যবসা শুরু করেছিলাম। আগুনে পুড়ে যাওয়ায় এখন আমার কাছে কিছুই রইল না।’