ছাতক উপজেলায় সুরমা নদীতে পড়ে নিখোঁজ হওয়া শ্রমিক তানভীর আহমদের (১৮) লাশ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় তাঁর লাশ উদ্ধার করা হয়। এদিন দুপুরে তিনি নদীর চৈকিত্তা এলাকায় একটি কার্গোতে কাজ করার সময় নদীতে পড়ে যান।
তানভীর আহমদ উপজেলার নোয়ারাই ইউনিয়নের লক্ষিভাউর গ্রামের শামসুল হকের ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে তানভীর সুরমা নদীর চৈকিত্তা এলাকায় একটি কার্গোতে কাজ করছিলেন। এ সম সময় পা ফসকে নদীতে পড়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ও ডুবুরি দল এসে উদ্ধার কাজ চালিয়ে সন্ধ্যা ৭টায় নদী থেকে তানভীরের লাশ উদ্ধার করে।
ছাতক থানার কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নদীতে পড়ে নিখোঁজ হওয়া যুবকের লাশ সন্ধ্যায় উদ্ধার করা হয়েছে।