হোম > ছাপা সংস্করণ

ওমিক্রনের বিরুদ্ধে ‘সেরা অস্ত্র’ মডার্নার বুস্টার ডোজ

রয়টার্স, লন্ডন

মডার্নার করোনার টিকার বুস্টার ডোজ অতি সংক্রামক ধরন ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর। ল্যাবরেটরিতে পরীক্ষার পর এ তথ্য পাওয়া গেছে বলে গতকাল সোমবার জানিয়েছে মার্কিন প্রতিষ্ঠানটি। তাদের বানানো করোনার টিকা ওমিক্রনের বিরুদ্ধে প্রথম এবং সেরা অস্ত্র বলেও দাবি করা হয়। তবে শুধু ওমিক্রনের বিরুদ্ধে কাজ করবে এমন টিকা বের করার পরিকল্পনা রয়েছে মডার্নার। আগামী বছরের প্রথমদিকে শুরু হবে ক্লিনিক্যাল ট্রায়াল।

প্রতিষ্ঠানটির প্রধান মেডিকেল অফিসার পল বার্তন বলেন, ‘আমাদের হাতে এখন যে টিকা রয়েছে, এটি নিরাপদ ও কার্যকর। আগামী ছুটির দিনগুলোতে মানুষ যাতে নির্ভয়ে উৎসব পালন করতে পারে, সে নিশ্চয়তা দেবে মডার্না।’ তবে এমআরএনএ ভিত্তিক এ টিকার দুই ডোজ ওমিক্রনের বিরুদ্ধে বেশি অ্যান্টিবডি তৈরি করতে পারে না। মাত্র ৫০ মাইক্রোগ্রামের বুস্টার ডোজ তা পারে। আর, ১০০ মাইক্রোগ্রামের ডোজ আগের চেয়ে ৮০ গুণ বেশি কাজ করতে পারে।

কত মাইক্রোগ্রাম দেওয়া হবে সেটি নির্ভর করছে বিভিন্ন দেশের সরকারের ওপর। গত অক্টোবরে মডার্নার ৫০ মাইক্রোগ্রাম বুস্টার ডোজের অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। করোনার অন্যান্য ধরনের বিরুদ্ধেও মডার্নার কার্যকারিতা নিয়ে সন্তোষজনক ফল পাওয়া গেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এদিকে, বড়দিনে স্বাস্থ্যবিধি না মেনে ভ্রমণ ওমিক্রন দ্রুত ছড়িয়ে দেবে বলে মন্তব্য করেছেন মার্কিন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি। এমনকি টিকা নেওয়ারাও আক্রান্ত হবেন বলে শঙ্কা তার।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন