
বান্দরবান বাজারের দুটি রেস্তোরাঁকে বাসি-পচা খাবার বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে জারিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার জেলা প্রশাসন এ অভিযান চালায়।
অভিযানে গিয়াস উদ্দিনের রেস্তোরাঁ জামানকে ১৫ হাজার টাকা এবং পাশের আবু বক্করের আল মদিনা রেস্তোরাঁকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার রেজওয়ানা চৌধুরী নেতৃত্ব দেন। এতে র্যাব-১৫-এর বান্দরবানের কোম্পানি কমান্ডার মেজর মনজুর মেহেদী ইসলামের নেতৃত্বে একটি দল ও স্যানিটারি পরিদর্শক মিথুন বড়ুয়াসহ জেলা প্রশাসন ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী বলেন, ‘অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৪২ ও ৫৩ ধারায় হোটেল জামান ও হোটেল আল মদিনাকে ১৫ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, ‘বান্দরবান পর্যটন শহর হিসেবে পরিচিত। নিরাপদ খাদ্য নিশ্চিত ও ভোক্তা অধিকার সংরক্ষণে জেলা প্রশাসনের অভিযান চলবে।’
ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে উৎসুক জনতা সেখানে ভিড় জমান। তারা রেস্তোরাঁ দুটিকে জরিমানা করায় সন্তোষ প্রকাশ করেন। এলাকায় এই দুটি রেস্তোরাঁ অভিজাত হিসেবে পরিচিত ছিল।