Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

নিষিদ্ধ চিংড়ি রেণুসহ আটক ৩

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

নিষিদ্ধ চিংড়ি রেণুসহ আটক ৩

শ্যামনগরে আমদানি নিষিদ্ধ ভারতীয় চিংড়ির রেণু ও একটি ব্যক্তিগত গাড়িসহ তিনজনকে আটক করেছে বিজিবি। গতকাল শনিবার সকাল সাড়ে সাতটার দিকে সীমান্তবর্তী নুরনগর ইউনিয়নের ভবানীপুর মোড় থেকে তাঁদের আটক করেন বিজিবির দুরমুজখালী ক্যাম্পের সদস্যরা।

আটককৃত ব্যক্তিরা হলেন স্বপন (৩২), আবদুর রহমান (২৫) ও রফিকুল ইসলাম (৪০) পাশের কালীগঞ্জ উপজেলার বাগমারী এবং খানজিয়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় হাবিলদার সাইফুল ইসলাম বাদী হয়ে আটককৃতদের পাশাপাশি পালিয়ে যাওয়া আরও দুই জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা করেছেন।

বিজিবি দুরমুজখালী ক্যাম্পের সুবেদার মো. সাহেব আলী জোয়ারদার জানান, স্থানীয় কিছু চোরাকারবারি গত শুক্রবার দিবাগত রাতে সীমান্তবর্তী কালিন্দী নদীর নৌকাটি এলাকা দিয়ে ভারতীয় চিংড়ি রেণুর একটি চালান নিয়ে বাংলাদেশে প্রবেশ করে। শনিবার সকালে পূর্ব থেকে অপেক্ষমাণ একটি ব্যক্তিগত গাড়িযোগে ওই রেণু নিয়ে শ্যামনগর সদরের দিকে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে ভবানীপুর থেকে তা আটক করা হয়।

এ সময় ব্যক্তিগত গাড়ি তল্লাশি করে লক্ষাধিক টাকা মূল্যের ১৩ পলি চিংড়ির রেণুসহ গাড়িটি জব্দের পাশাপাশি চালকসহ তিনজনকে আটক করা হয়। এ সময় আরও দুজন পালিয়ে যায়। আর জব্দকৃত রেণু ও গাড়িসহ আটককৃতদের শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ