ফরিদপুরের নগরকান্দায় পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার তালমা ইউনিয়নের বিলনালিয়া গ্রামের মৃধার ডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে। এরা হলেন, ওই গ্রামের আইয়ুব মৃধার ছেলে সাজিদ (৪) ও মজিবুর মৃধার ছেলে তরিকুল (৫)।
আইয়ুব মৃধা বলেন, গত মঙ্গলবার দুপুরে পর থেকে সাজিদ ও তাঁর ভাতিজা তরিকুলকে খুঁজে পাচ্ছিলেন না। অনেক খোঁজাখুঁজির পর দুপুর আড়াইটার দিকে বাড়ির পাশে পুকুরের পানিতে দুই ভাইয়ের লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়। কখন কীভাবে পানিতে পরেছে তা কেউ বলতে পারেনি।
তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।