Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

দুই সন্তান হাসপাতালে ফেলে গেলেন মা

চৌগাছা প্রতিনিধি

দুই সন্তান হাসপাতালে ফেলে গেলেন মা

গত রোববার বাড়ি থেকে কোলের দুই শিশু সন্তান নিয়ে নিখোঁজ হন সাগরী খাতুন। চার দিন পর বুধবার সকাল সাড়ে ৯টার দিকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাইকেল গ্যারেজ থেকে ওই দুই শিশুকে উদ্ধার করা হয়। শিশু দুটির নাম সাগর হোসেন সাফিন (৫) ও মেয়ে মোহনা আক্তার জুলেখা (২০ মাস)। তাদের কাঁদতে দেখে গ্যারেজের দায়িত্বে থাকা মফিজুর রহমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে জানান।

তিনি বিষয়টি থানা ও পুলিশকে জানান। পরে পুলিশ শিশু দুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে থানা হেফাজতে নেন। তবে তাদের মায়ের কোনো খোঁজ পাওয়া যায়নি। সন্তান উদ্ধারের খবর পেয়ে গ্রাম থেকে শিশু দুটির বাবা, দাদা–দাদি চাচাসহ স্বজনেরা হাসপাতালে এসে হাজির হন।

উদ্ধার শিশু সাফিন ও জুলেখা যশোরের চৌগাছা উপজেলার পাতিবিলা ইউনিয়নের হায়াতপুর গ্রামের আক্তারুল ইসলামের সন্তান।

হাসপাতালে সাগরীর স্বামী আক্তারুল ইসলাম বলেন, গত রোববার দুই সন্তান নিয়ে বাড়ি থেকে সাগরী সবার অগোচরে কোথাও চলে যান। তিন দিন ধরে সাগরীর বাবার বাড়িসহ (উপজেলার চুটারহুদা গ্রাম) বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও না পেয়ে মঙ্গলবার চৌগাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করি। এর পর স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে হাসপাতালে এসে তাঁর দুই সন্তানকে পুলিশ হেফাজতে পান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোছা. ডা. লুৎফুন্নাহার বলেন, সকাল নয়টার দিকে সাইকেল গ্যারেজের দায়িত্বে থাকা মফিজুর জানান, সেখানে দুটি বাচ্চাকে তাঁর মা রেখে চলে গেছেন। তাঁরা খুব কান্নাকাটি করছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ