গরমে ঘাম, ধুলোবালি ইত্যাদির কারণে ত্বকে বেশ ময়লা জমে। ত্বক রুক্ষ ও নির্জীব হয়ে যায়। এ সময় ঘরোয়া উপায়ে ত্বকের যত্ন নিতে পারেন। এতে ত্বক হবে উজ্জ্বল।
আলু দিয়ে ত্বকের যত্ন
দাগহীন ত্বক পেতে আলু কুচি করে কেটে কিংবা ব্লেন্ড করে মুখে লাগিয়ে রাখুন ৩০ মিনিট। এতে ত্বকের কালো দাগ দূর হবে।
আলুর রসের সঙ্গে গোলাপজল মিশিয়ে ত্বকে ১০ থেকে ১৫ মিনিট লাগিয়ে রাখুন। এটি ত্বকের তেলতেলে ভাব দূর করবে।
আলুর রস ব্রণ নিরাময়ে কাজ করে। এ জন্য আলু কুচি করে কেটে তার রস পুরো মুখে লাগিয়ে নিন। প্রয়োজনে লেবুর রস মিশিয়ে নিন। এই মিশ্রণটি কিছুক্ষণ মুখে রেখে ধুয়ে ফেলুন।
চোখের ফোলা ভাব ও চোখের নিচের কালো দাগ দূর করতে আলু পাতলা করে কেটে ১৫ থেকে ২০ মিনিট চোখে রেখে দিন।
মধু দিয়ে সুন্দর ত্বক
ত্বকের উজ্জ্বলতা বাড়াতে মধুর জুড়ি নেই। মধু ও দারুচিনি মিশিয়ে প্যাক তৈরি করুন। ১০ থেকে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এই মিশ্রণটি ব্রণপ্রবণ ত্বকের জন্য উপকারী।
নিয়মিত ১ টেবিল চামচ পরিমাণ মধু শুষ্ক ত্বকে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট পরে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
ত্বক গভীর থেকে পরিষ্কার করতে ১ টেবিল চামচ বেকিং সোডার সঙ্গে ২ টেবিল চামচ মধু মিশিয়ে তা মুখে লাগান। এ মিশ্রণটি মুখে বা শরীরে বৃত্তাকারে হালকাভাবে কিছুক্ষণ মালিশ করে নিন। এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিন।