Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

আলু-মধুতে ত্বকের যত্ন

জীবনধারা ডেস্ক

আলু-মধুতে ত্বকের যত্ন

গরমে ঘাম, ধুলোবালি ইত্যাদির কারণে ত্বকে বেশ ময়লা জমে। ত্বক রুক্ষ ও নির্জীব হয়ে যায়। এ সময় ঘরোয়া উপায়ে ত্বকের যত্ন নিতে পারেন। এতে ত্বক হবে উজ্জ্বল।

আলু দিয়ে ত্বকের যত্ন

  • দাগহীন ত্বক পেতে আলু কুচি করে কেটে কিংবা ব্লেন্ড করে মুখে লাগিয়ে রাখুন ৩০ মিনিট। এতে ত্বকের কালো দাগ দূর হবে।
  • আলুর রসের সঙ্গে গোলাপজল মিশিয়ে ত্বকে ১০ থেকে ১৫ মিনিট লাগিয়ে রাখুন। এটি ত্বকের তেলতেলে ভাব দূর করবে।
  • আলুর রস ব্রণ নিরাময়ে কাজ করে। এ জন্য আলু কুচি করে কেটে তার রস পুরো মুখে লাগিয়ে নিন। প্রয়োজনে লেবুর রস মিশিয়ে নিন। এই মিশ্রণটি কিছুক্ষণ মুখে রেখে ধুয়ে ফেলুন।
  • চোখের ফোলা ভাব ও চোখের নিচের কালো দাগ দূর করতে আলু পাতলা করে কেটে ১৫ থেকে ২০ মিনিট চোখে রেখে দিন।  

মধু দিয়ে সুন্দর ত্বক

  • ত্বকের উজ্জ্বলতা বাড়াতে মধুর জুড়ি নেই। মধু ও দারুচিনি মিশিয়ে প্যাক তৈরি করুন। ১০ থেকে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এই মিশ্রণটি ব্রণপ্রবণ ত্বকের জন্য উপকারী। 
  • নিয়মিত ১ টেবিল চামচ পরিমাণ মধু শুষ্ক ত্বকে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট পরে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। 
  • ত্বক গভীর থেকে পরিষ্কার করতে ১ টেবিল চামচ বেকিং সোডার সঙ্গে ২ টেবিল চামচ মধু মিশিয়ে তা মুখে লাগান। এ মিশ্রণটি মুখে বা শরীরে বৃত্তাকারে হালকাভাবে কিছুক্ষণ মালিশ করে নিন। এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিন।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ