নিজস্ব প্রতিবেদক, ঢাকা
লিখিত আকারে এক মাস আগে নতুন মৌসুমের সূচি প্রকাশ, বাংলাদেশের ঘরোয়া ফুটবলে রীতিমতো চমক! নতুন মৌসুমে আরও কিছু নতুনত্ব এনে চমকে দেওয়ার চেষ্টা কাজী সালাউদ্দিনের নেতৃত্বে থাকা পেশাদার লিগ কমিটির।
গতকাল বাফুফে কার্যালয়ে বৈঠক শেষে ২০২২-২৩ মৌসুমের নতুন সূচি ঘোষণা করেছে পেশাদার লিগ কমিটি। এবারও স্বাধীনতা কাপ দিয়ে শুরু হবে নতুন মৌসুম। ১৩ নভেম্বর থেকে শুরু হওয়া স্বাধীনতা কাপে প্রিমিয়ার লিগের দলগুলোর সঙ্গে খেলবে আরও পাঁচটি দল। পাঁচটি দল আসবে চ্যাম্পিয়নশিপ লিগ ও আন্তবাহিনীর দলগুলোর মধ্যে বাছাইপর্ব খেলে।
বিপিএল ফুটবলের বিরতির ফাঁকে খেলার মধ্যেই থাকতে হবে ফুটবলারদের। পৃষ্ঠপোষক পেলে ২ এপ্রিল থেকে সুপার কাপের চতুর্থ সংস্করণ আয়োজনের কথা জানিয়েছেন পেশাদার লিগ কমিটির নতুন সভাপতি কাজী সালাউদ্দিন। মোট ছয় দল নিয়ে হবে সুপার কাপ। শীর্ষ চার দলের সঙ্গে বাকি দুই দল যোগ হবে বাছাইপর্বের মাধ্যমে।