মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিভিন্ন পদে ২৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এ সময় এসব প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তালেব।
মনোনয়নপত্র বাতিল হওয়াদের মধ্যে দুজন চেয়ারম্যান পদপ্রার্থী, তিনজন সংরক্ষিত নারী সদস্য এবং সাধারণ সদস্য পদে ১৯ জন রয়েছেন।
গুয়াগাছিয়া ও ভবের চর ইউপিতে একজন করে দুজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তালেব বলেন, ‘বাতিল হওয়া প্রার্থীরা মনোনয়ন বৈধতার জন্য ১৩ ডিসেম্বরে থেকে ১৫ ডিসেম্বর আপিল করতে পারবেন। ১৮ ডিসেম্বর যাচাইয়ের পর চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে।’
আগামী ৫ জানুয়ারি মুন্সিগঞ্জের গজারিয়ার ৭টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ করা হবে।এসব ইউপিতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৯ ডিসেম্বর। গতকাল মনোনয়নপত্র যাচাই-বাছাই হয়।