Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

শপথ নিলেন ইউপি চেয়ারম্যান ও সদস্যরা

জহুরুল হক, লোহাগড়া (নড়াইল)

শপথ নিলেন ইউপি চেয়ারম্যান ও সদস্যরা

নড়াইলের লোহাগড়া উপজেলার ১২ ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত ১২ জন চেয়ারম্যান, সাধারণ সদস্য ১০৮ জন ও ৩৬ জন সংরক্ষিত নারী সদস্য শপথ নিয়েছেন।

গত রোববার বিকেল ৪টায় লোহাগড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ শপথ অনুষ্ঠিত হয়।

নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোসলিনা পারভীন সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আজিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানটি হয়।

এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন নড়াইল জেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহ, নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মুর্তজার পিতা গোলাম মুর্তজা স্বপন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, লোহাগড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু, পৌর মেয়র সৈয়দ মসিয়ুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এ কে এম ফয়জুল হক রোম, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভূঁইয়া, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু হেনা মিলন প্রমুখ।

শপথ গ্রহণ করেন লোহাগড়া উপজেলার ১ নম্বর নলদী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ২ নম্বর লাহুড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান এস এম কামরুল (কামরান), ৩ নম্বর শালনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. লাবু মিয়া, ৪ নম্বর নোয়াগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মুন্সি জোসেফ হোসেন, ৫ নম্বর লক্ষ্মীপাশা ইউনিয়নের চেয়ারম্যান নুর মোহাম্মদ, ৬ নম্বর জয়পুর ইউনিয়নের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম সুমন, ৭ নম্বর লোহাগড়া ইউনিয়নের চেয়ারম্যান মোছা নাজমিন বেগম, ৮ নম্বর দিঘলিয়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দিন, ১০ নম্বর কোটাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাচান আল মাসুদ, ১১ নম্বর ইতনা ইউপির চেয়ারম্যান শেখ সিহানুক রহমান ও ১২ নম্বর কাশিপুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মো. মতিয়ার রহমানসহ ১২ ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ