মহান বিজয় দিবস ও মুজিব শতবর্ষ উপলক্ষে মাদারীপুরের কালকিনি পৌরসভার উদ্যোগে পৌরসভা মাঠে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত চলে এই অনুষ্ঠান।
এতে পৌরসভার মেয়র এস এম হানিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার-প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. আব্দুস সোবহান গোলাপ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী সংসদ সদস্য তাহমিনা বেগম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আবুল বাশার, উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন, সহসভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক সরদার লোকমান হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আইনজীবী আবুল বাশার, কাউন্সিলর আসাদুজ্জামান লাবু তালুকদার প্রমুখ।