আজকের পত্রিকা ডেস্ক
মোংলা ইপিজেডে কর্মরত নারী শ্রমিকদের আবাসনের জন্য নবনির্মিত ডরমিটরির উদ্বোধন করেছেন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মহম্মদ জিয়াউর রহমান। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় ইপিজেডের ভেতর নির্মাণ করা আধুনিক এ ডরমিটরির উদ্বোধন করেন তিনি।
এ সময় মোংলা ইপিজেডের নির্বাহী পরিচালক মাহবুব আহমেদ সিদ্দিক ও পরিচালক মুহাম্মদ নাজমুল আলমসহ ইপিজেডের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিনিয়োগকারী এবং তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মোংলা ইপিজেডের নির্বাহী পরিচালক মাহবুব আহমেদ সিদ্দিক জানান, প্রায় ৭৪ হাজার ২৪৪ বর্গফুট আয়তনের চারতলা এই ডরমিটরিতে ১ হাজার ৮ জন শ্রমিক বাস করতে পারবেন। অবস্থানগত কারণে মোংলা ইপিজেড লোকালয় থেকে দূরে হওয়ায় নারী কর্মচারীদের খুবই ভোগান্তি পোহাতে হয়। তাই নারী শ্রমিকদের যাতায়াতে ভোগান্তি পোহাতে হতো।
এ সমস্যা সমাধানে ২০১৫ সালের ৪ ফেব্রুয়ারি বেপজা গভর্নিং বোর্ডের ৩৩ তম সভায় ইপিজেডের শিল্প প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের একা বা পরিবারসহ বসবাসের জন্য ডরমিটরি নির্মাণের সিদ্ধান্ত হয়।