Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগরেরা

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগরেরা

হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। সরস্বতী বিদ্যার ও ললিতকলার অধিষ্ঠাত্রী দেবী হিসেবে পরিচিত। সরস্বতী দেবী শ্বেতশুভ্রবসনা।

আগামী শনিবার অনুষ্ঠিত হবে বিদ্যা দেবী সরস্বতীর পূজা। শাস্ত্রমতে, প্রতিবছরের মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে কল্যাণময়ী বিদ্যাদেবীর বন্দনা করা হয়।

এ উপলক্ষে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন মানিকগঞ্জের ঘিওর উপজেলার প্রতিমা তৈরির কারিগরেরা। ইতিমধ্যে প্রতিমার কাঠামো ও মাটির কাজ শেষ হয়েছে। এখন শুরু হয়েছে প্রতিমার রূপ ফুটিয়ে তোলার মূল কাজ।

উপজেলার লোকনাথ মন্দির, কালীমন্দির, বারোয়ারি পূজা মন্দির, বানিয়াজুরী সর্বজনীন মন্দির, তরা, বালিয়াখোড়া, সিংজুরী কালীবাড়ি মন্দিরসহ বিভিন্ন স্থানে প্রতিমা তৈরিতে কারিগরদের ব্যস্ততা দেখা যায়।

ঘিওর গৌরাঙ্গ ক্লে আর্ট সেন্টারে প্রতিমা বানাচ্ছিলেন গৌরাঙ্গ কীর্তনিয়া। ‘এবার ৭০টি প্রতিমা তৈরি করেছি, যা সর্বনিম্ন দেড় হাজার থেকে সর্বোচ্চ ৪ হাজার টাকা পর্যন্ত বিক্রি হবে। তাই দুজন সহযোগীকে নিয়ে সকাল থেকে মাঝরাত পর্যন্ত প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছি।’

বানিয়াজুরী ইউনিয়নের জাবরা-মির্জাপুর পালপাড়ার মৃৎশিল্পী হারান পাল ও তপন পালের বাসায় গিয়ে দেখা যায়, ছোট-বড় বিভিন্ন আকৃতির প্রতিমা তৈরির কাজ চলছে। এ কাজে বাড়ির গৃহবধূরাও সহায়তা করেছেন।

ঘিওর কানাই-বলাই মন্দিরের সাধারণ সম্পাদক রাম প্রসাদ সরকার দীপু বলেন, ‘আগামী ৫ ফেব্রুয়ারি শনিবার সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। আশা করছি, সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে, শান্তিপূর্ণভাবে ও জাঁকজমক পরিবেশে পূজা অনুষ্ঠিত হবে।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ