হোম > ছাপা সংস্করণ

গাঁজা সেবনে বাধা দেওয়ায় হামলা, আহত ৭

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দায় গাঁজা সেবনে বাধা দেওয়ায় মুদি দোকানদারের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাতে পৌর এলাকার মধ্য জগদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে নারীসহ সাতজন আহত হয়েছেন বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, নগরকান্দা পৌর এলাকার মধ্য জগদিয়া গ্রামে বাড়ির পাশে মুদি দোকান দেন ওই গ্রামের সামচু মাতুব্বর। তাঁর দোকানের পাশে এলাকার কিছু বখাটে কিশোর মাদক সেবন করে। বারবার নিষেধ করলেও তা তোয়াক্কা করছে না তারা। শুক্রবার রাতে আবারও মাদক সেবনের আসর বসালে সামচু মাতুব্বর বাধা দেন।

এতে ক্ষিপ্ত হয়ে তাঁর ওপর হামলা করে মাদক সেবনকারীরা। তাঁকে বাঁচাতে তাঁর স্ত্রী, ছেলে ও ছেলের বউ এগিয়ে আসেন। এ সময় হামলাকারীরা তাঁদেরও মারধর করে। হামলা প্রতিহত করতে গেলে উভয়ের পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

খবর পেয়ে নগরকান্দা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এতে উভয় পক্ষের নারীসহ কমপক্ষে সাতজন আহত হন। আহতদের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

তাঁদের মধ্যে সামচু মাতুব্বর, রিজিয়া বেগম, পলাশ, মনোয়ারা বেগমকে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 
ভুক্তভোগী সামচু মাতুব্বর বলেন, প্রতিদিন তাঁর দোকানের পেছনে তাঁদের গ্রামের কাঞ্চন শেখের ছেলে প্রান্ত শেখের নেতৃত্বে মাদক সেবনের আড্ডা বসে। তিনি বাধা দেওয়ায় অভিযুক্তরা তাঁর ওপর হামলা চালায়। এ সময় তাঁর স্ত্রী, ছেলে ও ছেলের বউকে মারধর করে তারা।

কাঞ্চন শেখের ছেলে সাইদুল শেখ বলেন, তাঁর ছোট ভাই প্রান্তর সঙ্গে সামচু মাতুব্বর ঝগড়া করছেন। তিনি খবর পেয়ে সেখানে গেলে তাঁকে মারধর করা হয়।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বলেন, সংঘর্ষের সংবাদ পেয়ে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। এখনো কোনো পক্ষের লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। মাদক সেবনের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন