নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সালটা ১৯৭১। আর একাত্তর মানেই মুক্তিযোদ্ধাদের সাহস আর বীরত্বের ইতিহাস। দাদু, নানুর মুখে সশস্ত্র মুক্তিযুদ্ধের কথা আমাদের শোনা আছে। অনেকটাই জানা। কিন্তু নিরস্ত্র সাধারণ মানুষের যুদ্ধের গল্প কতটা জানি বলো তো?
অগ্নিঝরা সেই দিনগুলোতে বাংলাদেশের ঘরে ঘরে জন্ম হয়েছিল অবিশ্বাস্য সব গল্পের। সে গল্প লড়াই আর বেঁচে থাকার। বুদ্ধি, সাহস, আত্মত্যাগের। শত্রুকে কাবু করার বিচিত্র কৌশল সে গল্পে আছে। জীবন বাজি রেখে জীবন বাঁচানোর সেই সব গল্প আসলে আদৌ গল্প নয়, সত্যি।
এই বিচিত্র গল্প জানতে পারবে ‘গল্প নয় সত্যি’ বইটি থেকে। লিখেছেন তুষার আব্দুল্লাহ্। ছবি এঁকেছেন দেওয়ান আতিকুর রহমান। ৮০ পৃষ্ঠার বইটির দাম মাত্র ১২০ টাকা। বেঙ্গল বই ও রকমারিতে পেয়ে যাবে গল্প ভরা এ বইটি।