মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির মানিকছড়িতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মাত্র ২৫ বছর বয়সে সংরক্ষিত নারী সদস্য নির্বাচিত হয়েছেন ক্রাখাইঞো মারমা। চতুর্থ ধাপে নির্বাচনে ৩ ইউপিতে নির্বাচিত ৩৯ জন জনপ্রতিনিধির মধ্যে এই কৃতিত্ব অর্জন করেন।
গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ৩ জন চেয়ারম্যান, ৯ জন সংরক্ষিত সদস্য ও ২৭ জন সাধারণ সদস্য পদে নির্বাচিত হন। এর মধ্যে সর্ব কনিষ্ঠ ক্রাখাইঞো মারমা সাবেক ইউপি সদস্য আপ্রুসি মারমার মেয়ে। এইচএসসি পেরোনো ক্রাখাইঞো সংসার জীবনে কন্যা সন্তানের জননী।
উপজেলার সদর ইউপির ১ নম্বর ওয়ার্ডে ২০১৬ সালে সাধারণ সদস্য পদে নির্বাচিত হন আপ্রুসি মারমা। এবার তাঁর মেয়ে ক্রাখাইঞো মারমা গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত নারী সদস্য নির্বাচিত হয়েছেন। এবার ওই আসনে ৫ জন প্রতিদ্বন্দ্বী ছিলেন। এতে ১ হাজার ৫১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ক্রাখাইঞো। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক নারী সদস্য শিউলী বেগম পেয়েছেন ১ হাজার ৪৭৩ ভোট।
ক্রাখাইঞো মারমা আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বাবা গত ২০১৬ সালে বিপুল ভোটে ১ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত সাধারণ সদস্য। এই নির্বাচনে বাবা প্রতিদ্বন্দ্বিতা না করায় পরিবারের সিদ্ধান্তে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ভোটে বিজয়ী হই। কলেজজীবন শেষে সংসার জীবনে এক সন্তান, স্বামী ও শ্বশুর-শাশুড়ি নিয়ে আমার সুখের সংসার। তবে এখন পিতার উত্তরসূরি হিসেবে জনগণের কল্যাণে নিজেকে তুলে ধরতে চাই।’
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এস এম মহীউদ্দীন বলেন, ‘এখানের ৩ ইউপিতে মনোনয়নপত্র বাছাইকালে সর্ব কনিষ্ঠ প্রতিদ্বন্দ্বী ক্রাখাইঞো মারমার বয়স নিয়ে হিসাব কষতে হয়েছে। এতে দেখা গেল ২৫ বছর ২ মাস বয়সে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিদ্বন্দ্বী আর কারও বয়স এত কম ছিল না। নির্বাচনে বিপুল ভোটে সংরক্ষিত সদস্য নির্বাচিতও হয়েছেন তিনি।’