বিনোদন প্রতিবেদক, ঢাকা
‘যদি আমি না থাকি’, ‘এ দেখা না-ই বা হতো’, ‘অ-সুখ’, ‘বিভ্রান্তি’, ‘সাদা প্রাইভেট’ নাটকগুলো জনপ্রিয়তা পেলেও নিয়মিত নির্মাণে পাওয়া যায় না পরিচালক আশিকুর রহমানকে। তবে বিশেষ দিবসে চেষ্টা করেন দর্শকদের জন্য নতুন নাটক নিয়ে আসতে। এবার ঈদুল ফিতর উপলক্ষে আশিকুর রহমান নির্মাণ করেছেন ‘স্মৃতিস্মারক’ নামের নাটক।
রোমান্টিক ট্র্যাজেডির থিমে নির্মিত এ নাটকের গল্পে দেখা যাবে, চার বছর ধরে প্রেমের সম্পর্কে আছে অসীম ও রিমি। তবে সিরিয়াস নয় অসীম, তাই ব্রেকআপ চায় রিমি। ব্রেকআপের পর অসীম বুঝতে পারে সে রিমিকে কতটা ভালোবাসে। তার কাছে সে আবার ফিরতে চায়। তবে তা সম্ভব হয় না। একসময় শহর ছেড়ে চলে যায় সে। জীবনের নানা জটিলতায় পড়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেয় অসীম। তার আগে রিমির উদ্দেশে একটি চিঠি লেখে। স্মৃতিস্মারক নাটকে অসীম ও রিমি চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তাসনিয়া ফারিণ।
নতুন এই নাটক নিয়ে নির্মাতা আশিকুর রহমান বলেন, ‘একেবারে শান্ত শীতল প্রেমের গল্পে নির্মাণ করা হয়েছে নাটকটি। যাঁরা রোমান্টিক ঘরানার নাটক পছন্দ করেন, তাঁদের ভালো লাগবে। চেষ্টা করেছি লোকেশনের বৈচিত্র্য আনতে। ঢাকা শহরের এমন কিছু জায়গা বেছে নেওয়া হয়েছে, যেখানে সচরাচর শুটিং হয় না।’
তাসনিয়া ফারিণ বলেন, ‘অনেক দিন পর সংলাপনির্ভর চিত্রনাট্যে অভিনয় করলাম। সংলাপগুলো বলতেই খুব ভালো লাগছিল। সত্যি বলতে, আমার কাছে কবিতার মতো মনে হচ্ছিল। নাটকের টিম অনেক গোছানো ছিল। দারুণ সব লোকেশনে শুটিং হয়েছে। কাজটি খুব উপভোগ করেছি। আরেকটি বিষয় হলো, এ নাটকে কস্টিউম ডিজাইনার কাজ করেছেন আমাদের সঙ্গে। যেটা নাটকে সচরাচর দেখা যায় না।’