সিলেট প্রতিনিধি
ফেঞ্চুগঞ্জ উপজেলায় সড়কের পাশে একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার বেলা ৩টার দিকে সিলেট-মৌলভীবাজার সড়কের সেনেরবাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
ফেঞ্চুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার জাহিদ জানান, গতকাল সোমবার বেলা ৩টার দিকে সেনেরবাজার এলাকার সড়কের পাশে ডোবায় এক ব্যক্তির লাশ ভেসে উঠতে দেখে স্থানীয় ইউপি সদস্য আব্দুল মনাফ থানায় খবর দেন।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।