Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

বাচেনাকে পাঠানো হলো চিকিৎসকের কাছে

মেহেরপুর সংবাদদাতা

বাচেনাকে পাঠানো হলো চিকিৎসকের কাছে

২০ বছর ধরে পেটে কাঁচি বয়ে বেড়ানো সেই বাচেনা খাতুনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. ওলিউর রহমান নয়নের কাছে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বাচেনা খাতুনের ছোট ছেলে ইয়ামিন হোসেন।

এদিকে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর চুয়াডাঙ্গার নওদা হাপানিয়া গ্রামের বাচেনার চিকিৎসার ভার নেন অভিযুক্ত রাজা ক্লিনিকের মালিক ডা. পারভিয়াস হোসেন রাজা।

ইয়ামিন জানান, বেলা ১১টার দিকে তাঁর মা ও বাবাকে পাঠানো হয়েছে চুয়াডাঙ্গায়। মায়ের চিকিৎসা ভার নিয়েছেন রাজা ক্লিনিকের মালিক।

পারভিয়াস হোসেন রাজা বলেন, ‘বিষয়টি জানার পরই রোগীকে আমার ক্লিনিকে নিয়ে আসা হয়েছিল। একটি এক্স-রে ও বেশ কয়েকটি পরীক্ষা–নিরীক্ষা করা হয়। এক্স-রেতে একই ফল মিলেছে। তবে রোগীর ডায়াবেটিক রয়েছে। তাঁর সুগারের মাত্রা ছিল ২০। এরপর তাঁকে বিশেষেজ্ঞ চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে। ডায়াবেটিক নিয়ন্ত্রণের পর অস্ত্রোপচারে যাবেন চিকিৎসকেরা।’

ডা. ওলিউর বলেন, ‘বাচেনার খাতুনের আমার কাছে আসার কথা রয়েছে। আসলে পরীক্ষা–নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সিভিল সার্জন ডা. জাওয়াহেরুল আনাম সিদ্দিকী বলেন, ‘বিষয়টি শোনার পর আমরা বিস্মিত হয়েছি। লিখিত অভিযোগ পেলে ক্লিনিকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ