সিলেট প্রতিনিধি
দায়সারা আয়োজন ও প্রাক্তন অধিকাংশ শিক্ষার্থীকে সম্পৃক্ত না করায় বিয়ানীবাজার উপজেলার প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান পঞ্চখণ্ড হরগোবিন্দ সরকারি উচ্চবিদ্যালয়ের শতবর্ষের অনুষ্ঠান স্থগিত চান প্রতিষ্ঠানটির প্রাক্তন দুই শিক্ষার্থী।
গতকাল সোমবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তাঁরা। সংবাদ সম্মেলনে পঞ্চখণ্ড হরগোবিন্দ সরকারি উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের পক্ষে বক্তব্য দেন আহমেদ মোশতাক ও শমসের আলম।
তাঁদের অভিযোগ, ১০৫ বছরে এসে শতবর্ষ অনুষ্ঠান দায়সারাভাবে আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে অনেক জ্ঞানী-গুণীজন তৈরি হলেও তাঁদের সম্পৃক্ত না করেই অনুষ্ঠান আয়োজন কোনোভাবে মেনে নেওয়া যায় না।
লিখিত বক্তব্যে তাঁরা বলেন, ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান পঞ্চখণ্ড হরগোবিন্দ সরকারি উচ্চবিদ্যালয় ১৯১৭ সালে প্রতিষ্ঠা করেন পঞ্চখণ্ডের শিক্ষানুরাগী পবিত্র নাথ দাস। ২০১৭ সালে বিদ্যালয়ের শতবর্ষ পূর্ণ হয়। ওই বছর শতবর্ষপূর্তি অনুষ্ঠান আয়োজনের জন্য প্রাক্তন ছাত্রদের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও স্থানীয় একটি মহলের ষড়যন্ত্রের কারণে সে উদ্যোগ ব্যর্থ হয়।