নড়াইলে ডিবি পুলিশের হাতে গাঁজা ও মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
গত রোববার নড়াইল ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযান চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (ওসি ডিবি) সুকান্ত সাহার নেতৃত্বে পুলিশ তাঁদেরকে আটক করে।
তাঁরা নড়াইল থানাধীন নড়াইল-যশোর মহাসড়কের তুলারামপুর সেতুর পাশে তল্লাশি করে মোটরসাইকেলের সিটের নিচে সাজিয়ে রাখা দুই কেজি গাঁজা উদ্ধার করেন এবং মোটরসাইকেলটি জব্দ করেন।
আটক মাদক ব্যবসায়ীরা হলেন যশোর জেলার বেনাপোল থানার কাগজ পুকুর গ্রামের মো. খলিলুর রহমান (৫১) এবং একই গ্রামের মো. মোস্তাফিজুর রহমান (৪২)। তাঁদেরনড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।