যশোরের বাঘারপাড়ায় পরকীয়া প্রেমিক-প্রেমিকাকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
গত রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে। গতকাল সোমবার তাঁদের আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
মামলা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, তাঁদের দুজনের মধ্যে দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক চলছিল। রোববার গভীর রাতে গোপনে দেখা করার জন্য প্রেমিক ওই নারীর ঘরে যান।
এ সময় বিষয়টি টের পেয়ে ওই নারীর শাশুড়ি প্রতিবেশীদের ডেকে তাঁদের হাতেনাতে ধরে ফেলেন। খবর পেয়ে রাত ৩টার দিকে বাঘারপাড়া থানার পুলিশের একটি দল তাঁদের দুজনকে উদ্ধার করে নিয়ে যায়।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন বলেন, ‘পরকীয়ার অপরাধে উপজেলার একটি বাড়ি থেকে দুজনকে স্থানীয়রা পুলিশের কাছে সোপর্দ করে। পরে তাঁদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়। আসামিদের আদালতে তোলা হলে তাঁদের জেল হাজতে পাঠানো হয়েছে।’