বিনোদন প্রতিবেদক, ঢাকা
মৃত্যুর ১১ বছর পার হয়ে গেলেও হুমায়ূন আহমেদের নাটক ও সিনেমার আবেদন আছে আগের মতোই। দর্শকের চাহিদার কারণে বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখা যায় তাঁর সৃষ্টিকর্মগুলো। শুধু ইউটিউব চ্যানেল নয়, বিনোদনের নতুন মাধ্যম ওটিটিতেও রয়েছে হুমায়ূন আহমেদের নাটক ও সিনেমা। হুমায়ূন আহমেদের পরিবারের কারও কাছ থেকে অনুমতি না নিয়েই সেগুলো প্রচার করছে ইউটিউব চ্যানেল ও ওটিটি প্ল্যাটফর্ম, যা খুবই দুঃখজনক বলে জানিয়েছেন হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন।
গতকাল হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নুহাশ পল্লীতে তাঁর কবর জিয়ারত করতে যান শাওন। এ সময় তিনি বলেন, ‘এটি খুব দুর্ভাগ্যজনক যে হুমায়ূন আহমেদের অনেকগুলো একক, ধারাবাহিক নাটক ও সিনেমা বিভিন্ন ইউটিউব চ্যানেল ও ওটিটি প্ল্যাটফর্মগুলোতে কোনো রকম চুক্তিপত্র ছাড়াই প্রচার হচ্ছে। হুমায়ূন আহমেদ বেঁচে থাকতে তাঁর সঙ্গে কোনো চুক্তি ছিল না।
এখনো হুমায়ূন আহমেদের পরিবার ও দর্শকেরা তাঁকে খুব মিস করেন বলে জানান শাওন। ২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হুমায়ুন আহমেদ।