হোম > ছাপা সংস্করণ

১ জানুয়ারি থেকে ফের শুরু হচ্ছে বাঘ গণনা

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

সুন্দরবনে পাঁচ বছর পর আগামী  ১ জানুয়ারি থেকে আবার শুরু  হচ্ছে বাঘ গণনা। এ লক্ষ্যে বর্তমানে চলছে খাল জরিপ। ২০২৪ সালের জুনে প্রকাশ করা হবে বাঘ গণনার ফলাফল।

বন বিভাগ সূত্রে জানা যায়, বিশ্বে বর্তমানে বিলুপ্তপ্রায় প্রাণী বাঘ। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের কয়েকটি দেশে ৩৮৪০টি বাঘ রয়েছে। ২০১৮ সালের গণনায়  সুন্দরবনে ১১৪টি বাঘের সন্ধান পাওয়া গেছে।

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, দীর্ঘ পাঁচ বছর পর সুন্দরবনে আগামী ১ জানুয়ারি থেকে আবার বাঘ গণনা শুরু হচ্ছে।

ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতিতে সুন্দরবনে বাঘ গণনা করা হবে। এ লক্ষ্যে ১৫ ডিসেম্বর থেকে সুন্দরবনে শুরু হয়েছে খাল জরিপের কার্যক্রম।১ জানুয়ারি থেকে পূর্ব ও পশ্চিম সুন্দরবনের ৬৬৫টি পয়েন্টে ক্যামেরা স্থাপন করা হবে। প্রতি পয়েন্টে দুটি করে ক্যামেরা বসানো হবে।এসব ক্যামেরা দিয়ে বাঘের গতিবিধি ও  সংখ্যা নিরূপণ করা হবে বলে ডিএফও জানিয়েছেন।

সুন্দরবনে বাঘ সংরক্ষণ প্রকল্প কর্মকর্তা ও পশ্চিম সুন্দরবন বিভাগ খুলনার বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) ড. আবু নাসের মো. মোহসিন হোসেন বলেন, ২০১৮ সালের সর্বশেষ জরিপে সুন্দরবনে ১১৪টি বাঘের সন্ধান পাওয়া যায়। বর্তমানে বিভিন্ন সূত্র বিশেষ করে সুন্দরবনে আগত পর্যটকদের মাধ্যমে সুন্দরবনে আগের চেয়ে বাঘের সংখ্যা বেড়েছে বলে জানা যায়। আগামী ১ জানুয়ারি থেকে শুরু হওয়া গণনায় বাঘের প্রকৃত সংখ্যা জানা যাবে। ক্যামেরা ট্র্যাপিংয়ের মাধ্যমে দুই বছর ধরে বাঘ গণনার ফলাফল আগামী ২০২৪ সালের জুন মাসে প্রকাশ করা হবে বলে ওই বাঘ সংরক্ষণ প্রকল্প কর্মকর্তা জানিয়েছেন। 

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন