শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় শ্বশুরের জানাজায় অংশ নিতে হেলিকপ্টারে ছুটে এসেছেন সৌদিপ্রবাসী মো. জামাল নুর। গতকাল শুক্রবার বাদ জুমা ঢাকা থেকে হেলিকপ্টারে উপজেলার রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুল মাঠে পৌঁছান তিনি। পরে এ মাঠেই জানাজায় অংশগ্রহণ করেন তিনি। এর আগে সকাল গতকাল সকাল ৯টায় সৌদি আরব থেকে ঢাকা পৌঁছান তিনি।
সৌদিপ্রবাসী মো. জামাল নুরের শ্বশুর হাফেজ মো. রুহুল আমিন গত বুধবার রাতে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শ্বশুরের মৃত্যুর খবরে তিনি দেশে ফেরার চেষ্টা করেন।
শ্বশুরের জানাজায় যেন জামাল নুর অংশগ্রহণ করতে পারেন এ জন্য মৃত্যুর দুই দিন পরে হাফেজ রুহুল আমিনের দাফন সম্পন্ন করা হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মৃত হাফেজ রুহুল আমিন দীর্ঘদিন ধরে উপজেলার রায়েন্দা বাজারে বেকরীর ব্যবসা করতেন। তাঁর জামাতা জামাল নুর ১৫ বছর ধরে সৌদি আরবে ঠিকাদারি করেন।
মো. জামাল নুর বলেন, ‘মানুষের দাফন হয়ে যাওয়ার পরে তাকে আর দেখার সুযোগ থাকে না। আমার শ্বশুর আমার বাবার মতো। তাঁকে একনজর দেখার জন্য আমি ছুটে এসেছি। এমনিতেই আমার দুই দিন দেরি হয়েছে। সড়ক বা নদীপথে আসার চেষ্টা করলে আরও দেরি হতো। তাই হেলিকপ্টারে এসেছি। আমি যে আমার শ্বশুরের জানাজায় অংশ নিতে পেরেছি এটাই আমার প্রাপ্তি।’