শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
ঢাকা বিভাগের শ্রেষ্ঠ সহাকারী উপপরিদর্শক (এএসআই) নির্বাচিত হয়েছেন গাজীপুরের শ্রীপুর মডেল থানায় কর্মরত নূরে আলম সিদ্দিকী। গত সোমবার দুপুরে ঢাকা রেঞ্জের ডিআইজি কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ক্রেস্ট ও সম্মাননা দেওয়া হয়।
ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের সভাপতিত্বে গত অক্টোবর মাসের শ্রেষ্ঠ এএসআই হিসেবে নূরে আলম সিদ্দিকীকে এ পুরস্কার দেওয়া হয়। এতে ঢাকা রেঞ্জের সব ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।