হোম > ছাপা সংস্করণ

গ্র্যামিতে বিশেষ সতর্কতা

বিনোদন ডেস্ক

বিশ্বসংগীতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ‘গ্র্যামি অ্যাওয়ার্ডস’। সংগীতশিল্পে অসামান্য অবদানের জন্য দেওয়া হয় এই অ্যাওয়ার্ড। লাস ভেগাসে স্থানীয় সময় রোববার (৩ এপ্রিল) রাত ৮টায় বসেছিল গ্র্যামির ৬৪তম আসর। এবার সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছিলেন জন বাতিস্তে। তিনি পুরস্কারও জিতেছেন পাঁচটি শাখায়। এবারের গ্র্যামিতে বিটিএস তাদের ‘বাটার’ গানটি পারফর্ম করেছে। বিলি আইলিশ গেয়েছেন ‘নো টাইম টু ডাই’ গানটি। অলিভিয়া রদ্রিগো জমকালোভাবে পরিবেশন করেছেন তাঁর জনপ্রিয় গান ‘রেড লাইট’। পারফর্ম করেছেন জাস্টিন বিবারও। প্রয়াত গায়ক টনি ব্যানেটের প্রতি শ্রদ্ধা জানিয়ে গান করেছেন লেডি গাগা। এ ছাড়া এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডসে ড্রামার টেলর হকিংসকেও শ্রদ্ধা জানানো হয়। ২৫ মার্চ তিনি মারা যান।

১৯৫৯ সালে ন্যাশনাল একাডেমি অব রেকর্ডিং আর্টস অ্যান্ড সায়েন্সেস আয়োজন করেছিল প্রথম গ্র্যামি অ্যাওয়ার্ডস। এর পর থেকে প্রতিবছর ৪টি সাধারণ বিভাগ, বছরের সেরা নতুন শিল্পী, সেরা গান, সেরা অ্যালবাম, সেরা রেকর্ডসহ ৮৬টি শাখায় এ পুরস্কার দেওয়া হয়।

উপস্থাপকদের বিশেষ সতর্কতা
অস্কারের চড়-কাণ্ড নিয়ে শোরগোল চলছে বিশ্বে। আলোচিত সেই ঘটনার প্রভাব পড়েছে গ্র্যামিওতেও। উপস্থাপক নাটে বারগাটজে ডনস মঞ্চে উঠেছেন হেলমেট পরে। অনুষ্ঠানের আরেক উপস্থাপক লেভার বার্টন গ্র্যামির আসরে মজা করে বলেন, ‘এখন সবাইকে সাবধান করে দিয়ে জানাতে চাই যে আমাদের পরবর্তী উপস্থাপক একজন কমেডিয়ান। বুঝতেই পারছেন কী বলতে চাইছি…! অনুরোধ করব সবাই নিজ আসনেই অবস্থান করুন এবং নিজেদের হাত নিয়ন্ত্রণ করুন।’

সমর্থন চেয়েছেন জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গ্র্যামি অ্যাওয়ার্ডে একটি ভিডিও বার্তায় ইউক্রেনে রাশিয়ান আগ্রাসনের বিপক্ষে সমর্থন চেয়েছেন। আসরে একটি বিশেষ পর্ব রাখা হয় ইউক্রেনের বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতির প্রতি উৎসর্গ করে। 

গ্র্যামিতে ভারত-পাকিস্তান
গ্র্যামি পুরস্কারে নজর কাড়লেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন গায়িকা ফাল্গুনী শাহ। ‘চিলড্রেন মিউজিক’ বিভাগে সেরার শিরোপা জিতেছে ফাল্গুনীর অ্যালবাম ‘আ কালারফুল ওয়ার্ল্ড’। লোকগীতির সঙ্গে পাশ্চাত্য সংগীতের ফিউশন ফাল্গুনীর গানের বিশেষত্ব। এ আর রাহমানের সঙ্গেও কাজ করেছেন ফাল্গুনী।
গ্র্যামি পেয়েছেন পাকিস্তানি গায়িকা আরুজ আফতাব। ‘মহব্বত’ গানের জন্য ‘গ্লোবাল পারফরম্যান্স বিভাগে’ সেরার শিরোপা জিতেছেন আরুজ। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের বাসিন্দা। সংগীত নিয়ে পড়াশোনা করেছেন বার্কলি কলেজ অব মিউজিকে। আরুজ গজল ও শাস্ত্রীয় সংগীতে পারদর্শী।

একনজরে বিজয়ীদের তালিকা:

রেকর্ড অব দ্য ইয়ার: সিল্ক সোনিক (লিভ দ্য ডোর)
অ্যালবাম অব দ্য ইয়ার: জন বাস্তিতে (উই আর)
সং অব দ্য ইয়ার: সিল্ক সোনিক (লিভ দ্য ডোর)
সেরা নবাগত: অলিভিয়া রডরিগো
সেরা রক পারফরম্যান্স: ফো ফাইটারস (মেকিং আ ফায়ার)
সেরা মেটাল পারফরম্যান্স: ড্রিম থিয়েটার (দ্য এলিয়েন)
সেরা রক গান: ওয়েটিং অন আ ওয়ার
সেরা রক অ্যালবাম: ফো ফাইটারস (মেডিসিন অ্যাট মিডনাইট)
সেরা পপ সলো পারফরম্যান্স: অলিভিয়া রডরিগো (ড্রাইভারস লাইসেন্স)
সেরা আর অ্যান্ড বি অ্যালবাম: জেসমিন সুলিভান (হেক্স টেলস)
সেরা কান্ট্রি অ্যালবাম: ক্রিস স্ট্যাপলটন (স্টার্টিং ওভার)
সেরা পপ ভোকাল অ্যালবাম: টনি বেনেট ও লেডি গাগা (লাভ ফর সেল)

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন