বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গা সদরের মাছের বাজার থেকে ৬০ কেজি জাটকা জব্দ করেছেন উপজেলা মৎস্য কার্যালয়ের কর্মকর্তারা। গতকাল বুধবার সকালে অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়।
উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, বাজারে জাটকা বিক্রির খবর পেয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথ সেখানে পুলিশের সহায়তায় অভিযান চালান। এ সময় জাটকা ভর্তি ঝুড়ি ফেলে পালিয়ে যান দুই জাটকা বিক্রেতা। এরপর সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৬০ কেজি জাটকা জব্দ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথ বলেন, ‘মৎস্য আইনে জাটকা ধরা ও বিক্রি নিষিদ্ধ। জাটকাগুলো জব্দ করে উপজেলা সদরের আশপাশের বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। তবে জাটকা বিক্রেতারা পালিয়ে যাওয়ায় কাউকে আটক বা জরিমানা করা যায়নি।’