Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

স্বাস্থ্যসেবাবঞ্চিত চর শাহজালালের মানুষ

লালমোহন প্রতিনিধি

স্বাস্থ্যসেবাবঞ্চিত চর শাহজালালের মানুষ

ভোলার লালমোহন উপজেলার চর শাহাজালালের বাসিন্দারা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত। ওই চরে নেই কোনো কমিউনিটি ক্লিনিক বা স্বাস্থ্য সেবা কেন্দ্র।

ফলে সামান্য জ্বর, পেটের পীড়া হলে ছুটতে হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। বিশেষ করে গর্ভবতী মায়েদের পোহাতে হয় ভোগান্তি।

চারদিকে নদী, মাঝে চর। নাম চর শাহজালাল। ৩০ বছর আগে চরটি জেগো উঠে।

দুই শতাধিক মানুষ এই চরে বাস করেন। চরের বাসিন্দাদের ভোগান্তির শেষ নেই। এই চরে নেই কোনো স্বাস্থ্য কেন্দ্র। এতে বেশি ভোগান্তিতে পড়তে হয় গর্ভবতী মায়েদের। অনেক ক্ষেত্রে উপজেলা সদরে নিতে গিয়ে মৃত্যু কোলে ঢলে পড়েন প্রসূতি মা।

একই অবস্থা শিশুদের। জটিল রোগ হলেও চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। স্বাস্থ্যকর্মীদেরও দেখা মেলে না এই চরে। জন্ম নিয়ন্ত্রণ সম্পর্ক পরামর্শও দেখা হয় না চরের বাসিন্দাদের।

চরের বাসিন্দা শারমিন আক্তার বলেন, ‘বেশি দুর্ভোগে পড়ছেন নারীরা। বিশেষ করে গর্ভবতী মায়েরা। তাঁদের জরুরি প্রয়োজনে চিকিৎসা দেওয়ার কেউ থাকে না। নৌকা বা ট্রলারে উপজেলায় নিতে নিতে বড় দুর্ঘটনা ঘটে যায়।’

পিয়ারা বেগম বলেন, ‘এখানে একটি ফার্মেসিও নেই। ফলে ওষুধও পাওয়া যায় না। একটি ক্লিনিক থাকলে উপকার হতো।’

লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘ওই চরের নিকটবর্তী স্বাস্থ্যসেবা কেন্দ্র রয়েছে।

সেখান থেকে তাঁদের স্বাস্থ্যসেবা নিতে হবে।’

যাতায়াত ব্যবস্থা ভালো না হওয়ায় তাঁরা কাছের স্বাস্থ্য সেবা কেন্দ্র থেকে সেবা নিতে পারছে না এমন প্রশ্নে সঠিক কোনো জবাব দেননি এই কর্মকর্তা।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ