বরুড়া প্রতিনিধি
বরুড়ায় স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স না থাকায় প্রাইম হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। এ ছাড়া আরও আটটি চিকিৎসাকেন্দ্রকে ১৫ দিনের মধ্যে লাইসেন্স নবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। গত রোববার বিকেলে উপজেলার বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনকালে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামরুল হাসান এসব নির্দেশ দেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার রেনেসাঁ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ফেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, প্রাইম হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, মেডিকেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, মেডিনোভা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ইসডো হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, এপোলো হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, মডার্ন হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও ডক্টরস কমিউনিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেন উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। এ চিকিৎসাকেন্দ্রগুলোর প্রত্যেকটিকে ১৫ দিনের মধ্যে তাদের লাইসেন্স নবায়নের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে লাইসেন্স নবায়ন করতে ব্যর্থ হলে সেগুলো বন্ধ করে দেওয়া হবে বলে জানানো হয়।
পরিদর্শনকালে অধিকাংশ চিকিৎসাকেন্দ্রের এক্স-রে কক্ষ, প্যাথলজি কক্ষ, ওপারেশন থিয়েটারে ঘিঞ্জি পরিবেশ পাওয়া যায়। এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামরুল হাসান বলেন, ‘আমরা পৌরসভার সবগুলো প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেছি। পরিদর্শনকালে যেসব ত্রুটি-বিচ্যুতি দেখতে পেয়েছি সেগুলো সংশোধনের জন্য আট দিন সময় বেঁধে দিয়েছি। যথা সময়ে সমস্যা সমাধান না করলে এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং পরিদর্শন কার্যক্রম চলমান থাকবে।’
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মো. ফয়সাল বিন গণি ভূঁইয়া, নোমান সিদ্দিকী, খাদিজাতুল কোবড়া, এস এম রাইসুল হাসান, শেখ আশফিকুর রহমানসহ বড়ুড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) বিশ্বজিৎ।