ই-কমার্স প্রতিষ্ঠান আলাদীনের প্রদীপে আটকে থাকা টাকা ফেরত চেয়ে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাঁরা এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন থেকে এ দাবি জানান তাঁরা।
ই-কমার্স প্রতিষ্ঠানকে আইনি কাঠামোয় আনতে কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ ও পেমেন্ট গেটওয়ে বন্ধ করে সরকার। এই ফ্রিজ করার তালিকায় আলাদিনের প্রদীপও রয়েছে। এতে আটকা পড়েছে হাজারো গ্রাহক ও মার্চেন্টের টাকা। যার মধ্যে অধিকাংশই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
শিক্ষার্থীরা জানান, প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে তাঁরা তরুণ উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা পান এবং তাঁরা আলাদিনে ব্যবসা করতেন।