দিনাজপুরের বিরামপুরে বিদ্যুতায়িত হয়ে রুপক (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত রুপক দিনাজপুরের পার্বতীপুর উপজেলার সরকারপাড়া গ্রামের বাসিন্দা। গত রোববার বিকেল মির্জাপুর মোড়ে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর বিরামপুর উপকেন্দ্রের পাশে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত রুপক ছিলেন পেশায় একজন ওয়াইফাই টেকনিশিয়ান। তিনি দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর বিরামপুর উপকেন্দ্রের পাশে মাটিতে পড়ে থাকা তার গোছানোর সময় ওয়াইফাই এর তারের সঙ্গে থাকা বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হন।
এ সময় গুরুতর অবস্থায়তাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জুলেখা হাসান তাঁকে মৃতঘোষণা করেন।