গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মা নদীতে গতকাল বুধবার সকাল থেকেই জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ব্রিগেড ও গ্রাসকার্প মাছ ধরা পড়ছে।
গতকাল বুধবার সকালে দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাটে গিয়ে দেখা যায়, জেলেরা নদী থেকে মাছ শিকার করে আড়তে নিয়ে আসছেন। এ সময় এক সঙ্গে ৬টা নৌকা নদীর কিনারে ভিড়তে দেখা যায়। প্রতিটি নৌকায় দেখা যায় ব্রিগেড ও গ্রাস কার্প মাছ ভর্তি। জেলেরা নৌকা থেকে ক্যারেট বোঝাই করে মাছগুলো বিভিন্ন আড়তে নিচ্ছেন বিক্রির জন্য।
মাছ ব্যবসায়ী রেজাউল ইসলাম রাজ জানান, এখন নদীতে পানি বাড়ছে। পানি বাড়ায় বড় বড় মাছ পাওয়া যাচ্ছে প্রতিনিয়ত। তবে আজ সকাল থেকেই হঠাৎ করেই এই মাছগুলো ধরা পড়ছে। ধারণা করা হচ্ছে পানি বৃদ্ধি পেয়ে বিভিন্ন এলাকার পুকুর তলিয়ে গিয়ে এই মাছগুলো বের হয়ে গিয়ে নদীতে চলে এসেছে। তবে এই মাছগুলোর দাম খুব একটা বেশি পাচ্ছে না জেলেরা। ২শ গ্রাম থেকে আড়াই কেজি ওজনের ব্রিগেড মাছ ৩০ থেকে ৫০ টাকা ও গ্রাস কার্প মাছ ৪০ থেকে ৭০ টাকা কেজি দরে পাইকারি বিক্রি হচ্ছে। উপজেলার বিভিন্ন এলাকার খুচরা বিক্রেতারা এসে এই মাছগুলো পাইকারি দামে কিনে নিয়ে যাচ্ছেন। এর পাশাপাশি কম দাম পেয়ে এলাকার মানুষ এসেও মাছ কিনছেন।
জেলে দেলোয়ার হালদার বলেন, প্রতিদিনের মতই বৃষ্টি উপেক্ষা করে আজ খুব ভোরে নদীতে মাছ ধরতে বের হই। নদীতে জাল ফেলে টেনে তুলতেই দেখি ঝাঁকে ঝাঁকে এই মাছগুলো আটকা পরছে। একেকটা নৌকাতে ৫ থেকে ৬ মন করে মাছ ধরা পরছে। তবে মাছের দামটা আর একটু বেশি পেলে ভালো হতো।
দৌলতদিয়া বাজার পরিষদের সভাপতি মোহন মণ্ডল বলেন, বৈরী আবহাওয়ার মধ্যে এক সঙ্গে এত মাছ পাওয়ায় ক্রেতার চাহিদা কম থাকায় দাম অনেক কম পাচ্ছেন জেলেরা। তবে নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ কম দাম পেয়ে কিনে নিচ্ছেন এই মাছ।
গোয়ালন্দ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা টিপু সুলতান বলেন, দেশের বিভিন্ন জেলায় বন্যা হওয়ায় পুকুর প্লাবিত হয়ে এই মাছগুলো ভেসে নদীতে এসেছে। এ ছাড়া এখন নদীতে পানি বাড়ার কারণে বড় বড় মাছ নদীতে পাওয়া যাবে। নদীতে পানি বেশি থাকলে পাঙাশ, রুই, কাতলা, বোয়াল, বাগাড়সহ দেশীয় বড় প্রজাতির মাছ আরও ধরা পড়বে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন। আগামী প্রজন্মের জন্য এই মাছের স্থায়ী অভয়াশ্রম করা গেলে এমন মাছের বংশবৃদ্ধিসহ আরও বেশি পাওয়া যেত বলেন তিনি জানান।