মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির মহালছড়িতে আগুনে বসত ঘর পুড়ে যাওয়া এক পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। সামাজিক সংগঠন ‘আলোর ফেরিওয়ালার’ উদ্যোগে মহালছড়ির সিন্দুকছড়ি রোডের পঙ্গীমুড়া এলাকায় কম্বল বিতরণ করা হয়।
গতকাল বৃহস্পতিবার দুপুরে পঙ্খীমুড়া এলাকায় এই পরিবারের মধ্যে কম্বল বিতরণ করেন এই সংগঠনের সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আলমগীর হোসেন জনি, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, কোষাধ্যক্ষ রিপন ওঝাসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
সংগঠনের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে সমাজের দুস্থ ও গরিব পরিবারের মধ্যে বস্ত্র বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বসত ঘর পুড়ে যাওয়া তরুণ জয়ের পরিবারের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। সংগঠনের এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে জয় ত্রিপুরা নামের এক তরুণের বাড়িতে চুলা থেকে আগুন লাগলে বাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়।