লংগদু (রাঙামাটি) প্রতিনিধি
স্কুলশিক্ষার্থীদের বয়ঃসন্ধিকালে মানসিক ও শারীরিকভাবে নানা পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়। বয়ঃসন্ধির এই সময়ে তাদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে পরিবার, শিক্ষক ও সহপাঠীদের। এ সময়ে সঠিক নির্দেশনা ও পরামর্শের অভাবে শিশুরা নানা অপরাধের পাশাপাশি মানসিকভাবে হীনম্মন্যতায় ভোগে। শিক্ষার্থীদের এই গুরুত্বপূর্ণ সময়ে সঠিক পরামর্শ ও সহযোগিতার জন্য লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুল আমিন এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন।
উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে দফায় দফায় মুক্ত আলোচনা করছেন ওসি মোহাম্মদ আরিফুল আমিন। শিক্ষার্থীদের নানা সমস্যার কথা শুনছেন তিনি। পাশাপাশি সেই সব সমস্যা থেকে উত্তরণের পথ দেখিয়ে দিচ্ছেন। ওসির এমন ব্যতিক্রমী উদ্যোগ বেশ প্রশংসা কুড়িয়েছে লংগদু উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে।
গত রোববার সকালে উপজেলার রাবেতা মডেল উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে দুটি সেশনে অংশ নেন ওসি আরিফুল আমিন। এ সময় শিক্ষার্থীদের তিনি বলেন, ‘তোমাদের বিবেকের কাছে যে কাজটা খারাপ বা অন্যায় মনে হবে, সেটাই অপরাধ। তোমরা এমন কোনো কাজের সঙ্গে যুক্ত হবে না, যা তোমাদের অপরাধী করে।’
রাবেতা মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল করিম বলেন, ওসির এমন উদ্যোগ প্রশংসনীয়। এমন পরামর্শমূলক উদ্যোগের ফলে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সচেতনতা তৈরি হয়েছে। শিক্ষার্থীদের মানসিক বিকাশে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।