হোম > ছাপা সংস্করণ

রকস্টার আইয়ুব বাচ্চুকে নিয়ে টিপুর গান

বিনোদন প্রতিবেদক, ঢাকা

প্রয়াত রকস্টার আইয়ুব বাচ্চুকে নিয়ে গান গাইলেন অবসকিউরের ভোকাল সাইদ হাসান টিপু। ‘একটা ছিল গানের মানুষ বাঁচত নিজের শর্তে/শব্দ ছোঁয়ায় হৃদয়ে দোলা লাগিয়ে দিত রক্তে’—এমন কথায় গানটি লিখেছেন কলকাতার কবি অমিত গোস্বামী। সুর করেছেন কলকাতার দূর্বাদল বিশ্বাস। টিপুর সঙ্গে দূর্বাও কণ্ঠ দিয়েছেন গানটিতে।

ক্যারিয়ারের দীর্ঘ পথচলায় আইয়ুব বাচ্চুর সঙ্গে অনেক স্মৃতি টিপুর। আইয়ুব বাচ্চুকে ট্রিবিউট করে গান গাওয়ার ইচ্ছাটাও তাঁর অনেক দিনের। এ গান দিয়ে টিপুর সে ইচ্ছা পূরণ হচ্ছে। গানটি তৈরির গল্প জানতে চাইলে টিপু জানান, ‘অবসকিউরের নতুন অ্যালবামের কাজ করতে কিছুদিন আগে বাংলাদেশে এসেছিল অমিত আর দূর্বা। হঠাৎ অমিত আমার হাতে একটা গান দিয়ে বলল, দেখো তো এটা বাচ্চু ভাইকে নিয়ে লিখেছি। গানটি পড়ে ভালো লাগে আমাদের। দূর্বা বলল, দাদা আমি সুর করি। সঙ্গে সঙ্গে গানটির সুর হলো। ট্র্যাক রেডি হওয়ার পর খুলনা থেকে আবীর এল গিটার বাজাতে। দূর্বা প্রথমে গাইল, পরে আমি। তিন দিন লাগল গানটি তৈরি করতে। গানটির মধ্যে বাচ্চু ভাইয়ের “হাসতে দেখো” আর “সুখেরই পৃথিবী” গান দুটির কিছু অংশ আছে। আমরা সবাই খুব পছন্দ করেছি গানটি।’
গানটি আইয়ুব বাচ্চুর স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনাকেও শুনিয়েছেন টিপু। এ বিষয়ে তিনি বলেন, ‘গান শুনে ভাবি মুগ্ধ হয়েছেন। টানা পাঁচবার শুনেছেন তিনি। আমি তাঁকে বললাম, গানটি নিয়ে আমরা এগোতে পারব কি না। সম্মতি দিয়ে তিনি বললেন, চোখ বন্ধ করে এগোতে পার তোমরা।’

গানটি আগামী দুই-তিন দিনের মধ্যেই স্পটিফাইতে রিলিজ করা হবে। এরপর ভিডিও নির্মাণ করে ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন টিপু।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন