দেশের জনপ্রিয় দুই ব্যান্ড ওয়ারফেজ ও আর্টসেল। এ বছর ৪০ বছর পূর্ণ করবে ওয়ারফেজ, অন্যদিকে প্রতিষ্ঠার ২৫ বছর পূর্ণ করবে আর্টসেল। দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্রেও প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করবে ব্যান্ড দুটি। আগামী জুনে সেখানে থাকবে কনসার্ট।
১৯৮৪ সালের ৬ জুন যাত্রা শুরু করেছিল ওয়ারফেজ। দীর্ঘ পথচলায় উপহার দিয়েছে ‘বসে আছি’, ‘নেই প্রয়োজন’, ‘অসামাজিক’, ‘অবাক ভালোবাসা’, ‘জননী’, ‘যত দূরে’, ‘বেওয়ারিশ’, ‘মহারাজ’, ‘তোমাকে’, ‘পূর্ণতা’, ‘সত্য’, ‘রূপকথা’র মতো জনপ্রিয় গান। এখন পর্যন্ত প্রকাশ পেয়েছে ব্যান্ডের আটটি অ্যালবাম। ওয়ারফেজের ড্রামার ও দলপ্রধান শেখ মনিরুল আলম টিপু বলেন, ‘দেশের পাশাপাশি ৪০ বছর পূর্তি উদ্যাপনে যুক্তরাষ্ট্রে কনসার্ট করতে যাওয়ার পরিকল্পনা করছি আমরা। ভিসা পেলে জুনে সেখানে কনসার্ট করব। আয়োজকদের সঙ্গে আমাদের কথা চলছে। ঠিক কয়টি শহরে ও কয়টি কনসার্ট করা হবে তা এখনো চূড়ান্ত হয়নি। দুই মাসের মধ্যেই সব চূড়ান্ত করা হবে।’
টিপু জানান, যুক্তরাষ্ট্রের আয়োজন শেষে বছরের শেষ দিকে দেশে উদ্যাপন করা হবে ওয়ারফেজের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী। এখানেও বেশ কয়েকটি কনসার্টের পরিকল্পনা করছে ব্যান্ডটি।
অন্যদিকে, নিজেদের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করতে জুনে যুক্তরাষ্ট্রে যাচ্ছে আর্টসেল। ব্যান্ডটির ফেসবুক পেজে জানানো হয়েছে, আগামী জুন মাসে যুক্তরাষ্ট্র থেকে শুরু হচ্ছে ২৫ বছর উদ্যাপন।
১৯৯৯ সালে লিঙ্কন, সাজু, সেজান ও এরশাদের হাত ধরে যাত্রা শুরু হয় আর্টসেল ব্যান্ডের। ‘অনিকেত প্রান্তর’, ‘ধূসর সময়’, ‘দুঃখ বিলাস’, ‘পথচলা’র মতো জনপ্রিয় গানগুলো আছে ব্যান্ডটির ঝুলিতে। গত বছর প্রকাশ পেয়েছে আর্টসেলের তৃতীয় অ্যালবাম ‘অতৃতীয়’।