মাস্ক ছাড়া পার্কে যাওয়ায় জরিমানা আদায় করেছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার বিকেলে নগরীর জুবলীঘাট এলাকার বিপিন পার্কে এই জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান। এ সময় তিনি সাত মামলায় ৮৫০ টাকা জরিমানা করেন।
এ বিষয়ে মো. আরিফুর রহমান বলেন, করোনা সংক্রমণ রোধে সরকার নির্ধারিত বিধিনিষেধ বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে মসিক। সিটি করপোরেশন নিয়ন্ত্রিত পার্কগুলোয় কেউ মাস্ক ছাড়া প্রবেশ করতে পারবে না। মাস্ক ছাড়া কাউকে পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।