নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গানের পাশাপাশি এখন অভিনয়েও পাওয়া যাচ্ছে সাবরিনা পড়শীকে। গত ঈদে ‘মারিয়া ওয়ান পিস’ নামের নাটকে অভিনয় করেছিলেন।
আবারও নাটকে অভিনয় করলেন পড়শী। গতকাল তিনি শুটিং করেছেন ‘শাদি মোবারক’ নামের একটি নাটকের।
এতে তাঁর নায়ক মুশফিক ফারহান। নাটকটি বানাচ্ছেন মাহমুদ মাহিন। নাটকে একজন প্রবাসীর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন পড়শী।
কোরবানির ঈদে টেলিভিশনের পাশাপাশি সুলতান এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলেও দেখা যাবে ‘শাদি মোবারক’।