হোম > ছাপা সংস্করণ

‘ভারত-বাংলাদেশের সম্পর্ক অনেক পুরোনো’

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

‘বাগানবাড়ী-রিংকু বর্ডার হাট দুই দেশের মানুষের মধ্যে সুসম্পর্ক তৈরি করবে। ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক অনেক পুরোনো। বর্ডার হাটের মাধ্যমে প্রত্যন্ত সীমান্তবর্তী অঞ্চলের মানুষের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পথ সুগম হবে।’ বলেছেন সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিক।

গতকাল বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বাগানবাড়ী-রিংকু বর্ডার হাটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাংশু কুমার সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার নিরাজ কুমার জয়সওয়াল। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, মেঘালয় রাজ্যের ডিসি আই লালু, বিএসএফ কমান্ডিং অফিসার টি টি রাফকা, রাজা পালং, এডিএম জয়চাঁন, ভারতীয় কাস্টমস ইন্সপেক্টর অনন্ত হাংসু, ভারপ্রাপ্ত পুলিশ সুপার আবু সাঈদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন।

আরও উপস্থিত ছিলেন জেলা নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) মাহবুব আলম, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান তানভীর আশরাফি চৌধুরী বাবু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সল আহমদ, বিএসএফ এর কোম্পানি কমান্ডার চি মারাং, বোগলাবাজার ইউপি চেয়ারম্যান মিলন খাঁন প্রমুখ।

এ সময় বৃষ্টি উপেক্ষা করে বর্ডার হাট উদ্বোধনে দুই দেশের অসংখ্য মানুষের ভিড় জমে।

প্রতি সপ্তাহের বৃহস্পতিবার বাগানবাড়ী-রিংকু বর্ডার হাট বসবে। শুধুমাত্র দুই দেশের কার্ডধারী ক্রেতা বিক্রেতারা এখানে পণ্য বেচাকেনা করতে পারবেন।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন