গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মায় জেলেদের জালে ১৬ কেজির একটি পাঙাশ মাছ ধরা পড়েছে। পরে মাছটি ২১ হাজার ৬০০ টাকায় বিক্রি করা হয়। গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরি ঘাট এলাকার পদ্মা নদীতে মানিকগঞ্জ এলাকার জেলে গোপাল হালদারের জালে ১৬ কেজি ওজনের এই মাছটি ধরা পড়ে।
জেলে গোপাল হালদার বলেন, নদীতে জাল ফেলে দীর্ঘক্ষণ মাছ পাইনি। বেলা ১১টার দিকে আরেকবার নদীতে জাল ফেলি। দুপুর ১২ টার দিকে জাল তুলতেই বিশাল এই মাছটি ভেসে ওঠে। পরে মাছটি বিক্রয়ের জন্য দৌলতদিয়ার কেসমত মোল্লার মৎস্য আড়তে তোলা হলে মাছ ব্যবসায়ী মো. আলমগীর মোল্লা উন্মুক্ত নিলামে ২০ হাজার ৮০০ টাকায় মাছটি কিনে নেন।
দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. আলমগীর মোল্লা বলেন, মাছটি ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে মোট ২১ হাজার ৬০০ টাকায় ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়।
গোয়ালন্দ উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা রেজাউল শরিফ আজকের পত্রিকাকে বলেন, নদীতে পানি বেশি থাকলে পাঙাশ, রুই, কাতলা, বোয়ালসহ দেশীয় বড় প্রজাতির মাছ আরও ধরা পড়বে। এ ধরনের মাছ সাধারণত ফ্যাসন, কৌনা, কচাল ও চাকা ওয়ালা ঘাইলা ব্যার জালে ধরা পড়ে।