চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামে মোটরসাইকেলের তেলের ট্যাংকে তল্লাশি চালিয়ে ১১ কেজি গাঁজা জব্দ করেছে সদর থানা-পুলিশ। এ সময় আবেদ আলী (২০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম সদরের ধরলা সেতুর পূর্ব পাড়ে পুলিশ চেকপোস্ট বসিয়ে এ গাঁজা উদ্ধার করা হয়। জব্দ করা হয় দুটি মোটরসাইকেল। এ সময় আরও দুজন কৌশলে পালিয়ে যায়। গ্রেপ্তার আবেদ আলী কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার বেরা কুটি বাজার এলাকার ধনিপাড়া গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার।
জানা গেছে, ধরলা সেতুর পূর্ব পাশে পুলিশ চেকপোস্টে পৌঁছালে পুলিশ মোটরসাইকেল দুটির গতিরোধ করে। এ সময় দুজন মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। গ্রেপ্তার করা হয় আবেদ আলী নামে ওই ব্যক্তিকে। পরে মোটরসাইকেলের ট্যাংক ও বিভিন্ন অংশে তল্লাশি চালিয়ে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
কুড়িগ্রাম সদর থানার ওসি খান মো. শাহরিয়ার বলেন, গ্রেপ্তার ব্যক্তি, উদ্ধারকৃত মাদক ও জব্দ করা মোটরসাইকেল দুটি থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।