টুর্নামেন্টের অপরাজিত দল নাইজেরিয়া। ফাইনালে ওঠার পথে গোল হজম করেছে মাত্র ২টি। এই তথ্যই বলে দেয়, টুর্নামেন্টে ফেবারিট কারা। অন্যদিকে ফাইনালে তাদের প্রতিপক্ষ স্বাগতিক আইভরি কোস্ট হেরেছে ২টি। যার একটি আবার নাইজেরিয়ার বিপক্ষে। অর্জনেও পিছিয়ে আইভরি কোস্ট—আগে দুবার শিরোপা জিতেছে তারা, খেলেছে আরও দুটি ফাইনাল। আর নাইজেরিয়া শিরোপা জিতেছে ৩ বার। ফাইনাল খেলেছে আরও ৪ বার।
কাগজ-কলমে নাইজেরিয়া এগিয়ে থাকলেও আজ সুপার ইগলদের থামিয়ে দিতে পারে আইভরি কোস্ট। ঘরের মাঠে গ্যালারিভর্তি দর্শকদের সমর্থন এ ক্ষেত্রে সহায়ক শক্তি হতে পারে স্বাগতিকদের।