Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ, ২ জনের জরিমানা

যশোর প্রতিনিধি

নিষিদ্ধ কারেন্ট  জাল জব্দ, ২  জনের জরিমানা

যশোরের বাঘারপাড়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করেছে। এ সময় নিষিদ্ধ জাল বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে সাড়ে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল রোববার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা জান্নাত বাঘারপাড়ার খাজুরা বাজারে এ অভিযান চালান। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ বালা, খাজুরা পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ফারজানা জান্নাত জানান, খাজুরা বাজারে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় প্রায় ৩০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা। পরে অবৈধ জাল বিক্রির দায়ে ব্যবসায়ী মেহেদী হাসানকে ৫ হাজার ও শামরুজ হোসেনকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। তবে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে সিরাজ নামে এক অবৈধ জাল ব্যবসায়ী পালিয়ে যান। অভিযান শেষে জব্দ করা জালগুলো ঈদগাহ মাঠে চিত্রা নদীর পাড়ে প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বাঘারপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ বালা বলেন, মৎস্য রক্ষা ও মৎস্য সম্পদ বৃদ্ধির জন্য অবৈধ জাল বিক্রি বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ