হোম > ছাপা সংস্করণ

ঈদের ধারাবাহিক

বিনোদন ডেস্ক

একুশে টেলিভিশন
(ঈদের দিন থেকে সাত দিন)
বউ পাগল আতা (বেলা ১টা): পরিচালনা শাফিন আহমেদ। অভিনয়ে মীর সাব্বির, মৌসুমী হামিদ, নিপা।
লাভ কানেকশন (বেলা ১টা ৩০ মিনিট): পরিচালনা আশরাফুল আলম বাবলু। অভিনয়ে সেলিম রেজা, মিষ্টি মারিয়া, মৌমিতা মৌ।
পকেটমার (৬টা ২০ মিনিট): পরিচালনা সজিব খান। অভিনয়ে সাইদুর রহমান পাভেল, সামান্তা পারভেজ।
সুপার সিক্স (৭টা ২০ মিনিট): পরিচালনা নাসির উদ্দিন মাসুদ। অভিনয়ে ফারাজানা মিহি, টুমআ মাহবুব, মানসী প্রকৃতি।
ধোলাই খালের আইনস্টাইন (রাত ৯টা ২০ মিনিট): পরিচালনা শাহীন সরকার। অভিনয়ে শবনম ফারিয়া, নাদিয়া নদী, শতাব্দী ওয়াদুদ প্রমুখ। 

এনটিভি
(ঈদের দিন থেকে ৭ দিন)
ওয়াদা (সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট): রচনা বৃন্দাবন দাস, পরিচালনা সকাল আহমেদ। অভিনয়ে চঞ্চল চৌধুরী, নাজিয়া হক অর্ষা, শাহনাজ খুশী, মাসুম বাশার, জয়রাজ প্রমুখ।

আরটিভি
(ঈদের দিন থেকে ৭ দিন)
দমকা হাওয়া (রাত ৯টা ৩০ মিনিট) : পরিচালনা সকাল আহমেদ। অভিনয়ে তানিয়া বৃষ্টি, ইয়াশ রোহান, তালহা খান ও মাসুম বাশার। 
তিন টেক্কা (রাত ৮টা ১০ মিনিট) : পরিচালনা আদিবাসী মিজান। অভিনয়ে ড. এজাজ, স্বাধীন খসরু, ফারুক আহমেদ, নাদিয়া। 
হানিমুন হট্টগোল (রাত ৯টা ১৫ মিনিট): পরিচালনা সহিদ উন নবী। অভিনয়ে শামীম হাসান সরকার, অহনা রহমান, ফারুক আহমেদ প্রমুখ। 

বাংলাভিশন
(ঈদের দিন থেকে ৭ দিন)
হুলস্থুল (বিকেল ৫টা ১০ মিনিট): পরিচালনা সাগর জাহান। অভিনয়ে মারজুক রাসেল, চাষী, পাভেল, সালহা নাদিয়া।
ঘুডু (রাত ৮টা ৪০ মিনিট): পরিচালনা মাইদুল রাকিব। অভিনয়ে হাসান মাসুদ, ফারিয়া শাহরিন, মুকিত জাকারিয়া, শামীম, শরিফুল প্রমুখ।

বৈশাখী
(ঈদের দিন থেকে ৭ দিন)
সিঁড়ি (বিকেল ৫টা ৪৫ মিনিট): পরিচালনা হাসান জাহাঙ্গীর। অভিনয়ে মিশা সওদাগর, কাজী হায়াৎ, ডন, নিঝুম রুবিনা প্রমুখ।
জামাই বাজার ৩ (সন্ধ্যা ৬টা ২০ মিনিট): পরিচালনা আল হাজেন। অভিনয়ে রাশেদ সীমান্ত, অহনা, মাহা, শফিক খান দিলু প্রমুখ। 
ড্যামকেয়ার (সন্ধ্যা ৭টা ৩০ মিনিট): পরিচালনা মুহিন খান। অভিনয়ে মিহি আহসান, রাশেদ মামুন অপু, জয়রাজ, বড়দা মিঠু। 
দুই জামাই (রাত ৯টা ২০ মিনিট): পরিচালনা হানিফ খান। অভিনয়ে জাহিদ হাসান, ড. এজাজ, বড়দা মিঠু, তারিক স্বপন। 
হাবুর স্কলারশিপ (রাত ১০টা): পরিচালনা আল হাজেন। অভিনয়ে রাশেদ সীমান্ত, তানজিকা আমিন, শফিক খান দিলু, মাহা। 
ভণ্ড প্রেমিক (রাত ১০টা ৩০ মিনিট): পরিচালনা আনিসুর রহমান রাজীব। অভিনয়ে পাভেল, শাকিলা পারভিন, শহীদুল্লাহ সবুজ প্রমুখ।

মাছরাঙা
(ঈদের দিন থেকে ৭দিন)
অংক স্যার (সন্ধ্যা ৭টা ২০ মিনিট) : রচনা বৃন্দাবন দাস, পরিচালনা এজাজ মুন্না। অভিনয়ে চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশী, দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি প্রমুখ।
সুরেলা সুলতান (রাত ৯টা ১০ মিনিট): পরিচালনা সাগর জাহান। অভিনয়ে মারজুক রাসেল, চাষী আলম ও তানজিকা আমিন। 

নাগরিক
(ঈদের দিন থেকে ৭ দিন)
লাভ ট্রিপ (রাত ৮টা): পরিচালনা নাজমুল রনি। অভিনয়ে ইমতু রাতিশ, নাদিয়া মিম।
প্যারাডাইস লস্ট (রাত ৮টা ৪৫ মিনিট) : পরিচালনা মায়মুনা মম, হোসাইন নিরব ও শহীদুজ্জামান সেলিম। 

চ্যানেল নাইন
(ঈদের দিন থেকে ৭ দিন)
হানিমুন প্যারা (সন্ধ্যা ৬টা): পরিচালনা আশরাফুল আলম বাবলু। অভিনয়ে সেলিম রেজা, নিঝুম রুবিনা, চমক তারা। 
গার্লস হোস্টেল (সন্ধ্যা ৬টা ৩০ মিনিট): পরিচালনা শাহরুখ হোসেইন। অভিনয়ে রেহনুমা মোস্তফা, মুনা, হূদি, আশিক খান।
বক্কর (রাত ৭টা ১৫ মিনিট): পরিচালনা সাগর জাহান। অভিনয়ে মারজুক রাসেল, নাদিয়া নদী, চাষী ইসলাম।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন