Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

১০০ পেরিয়ে খুশি সুস্মিতা

বিনোদন ডেস্ক

১০০ পেরিয়ে খুশি সুস্মিতা

মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন সুস্মিতা দে। প্রথম অভিনয় করেন ‘অপরাজিতা অপু’ সিরিয়ালে অপু চরিত্রে। প্রথম কাজেই পরিচিতি পেয়েছিলেন তিনি। এরপর অভিনয় করেন ‘বধূ কোন আলো লাগল চোখে’, ‘রাগে অনুরাগে’, ‘মন নিয়ে কাছাকাছি’ ও ‘অগ্নিজাল’ ধারাবাহিকগুলোতে। তবে সুস্মিতার সর্বশেষ সিরিয়াল ‘বৌমা একঘর’ ভালো চলেনি। মাত্র ৯০ দিনের মাথায় বন্ধ হয়ে গিয়েছিল। ৮০ পর্বও পেরোতে পারেনি। ফলে অনেক কটাক্ষ সহ্য করতে হয়েছে সুস্মিতাকে।

তবে হতাশার ধাক্কা কাটিয়ে সুস্মিতা ফিরেছেন নতুনভাবে। অভিনয় করছেন স্টার জলসার ‘পঞ্চমী’ ধারাবাহিকে। গত বছরের ৫ ডিসেম্বর থেকে শুরু হয়েছিল এ সিরিয়ালের প্রচার। দেখতে দেখতে ১০০ পর্ব পেরিয়ে গেল ‘পঞ্চমী’। মঙ্গলবার প্রচারিত হয়েছে এর শততম পর্ব। সুস্মিতা বলেন, ‘গতবার খুব খারাপ লেগেছিল। ৯০ দিনের মাথায় সিরিয়াল বন্ধ হয়ে যাওয়ায় হতাশ হয়েছিলাম। তবে খারাপের পরই তো ভালো আসে। আজ আনন্দ হচ্ছে। আগামী দিনে যেভাবে গল্পের মোড় ঘুরবে এ সিরিয়ালের, তা দর্শকের অবশ্যই ভালো লাগবে।’

নাগদেবতার গল্প নিয়ে তৈরি হয়েছে ‘পঞ্চমী’র স্ক্রিপ্ট। এমন গল্প নিয়ে অনেক হিন্দি সিরিয়াল তৈরি হলেও বাংলায় এটি প্রথম। তাই শুরু থেকেই দর্শকদের প্রশংসা পেয়েছে ‘পঞ্চমী’, টিআরপি তালিকায়ও রয়েছে ভালো অবস্থানে। মুখ্য চরিত্রে আছেন সুস্মিতা, আর কালনাগিনী চিত্রার চরিত্রে অভিনয় করছেন শিঞ্জিনী চক্রবর্তী। অনেক দিন পর ‘পঞ্চমী’র হাত ধরে ছোট পর্দায় ফিরেছেন অভিনেতা রাজদীপ গুপ্ত। এতে সুস্মিতা-রাজদীপের রসায়ন দর্শকের মন জয় করেছে। পঞ্চমী প্রচার হচ্ছে স্টার জলসায় প্রতিদিন বাংলাদেশ সময় রাত ৯টায়।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ