হোম > ছাপা সংস্করণ

নৌকার সমর্থকের পা ভেঙে দেওয়ার অভিযোগ

নড়াইল প্রতিনিধি

নড়াইল সদরে ইউনিয়ন পরিষদ (ইউ) নির্বাচন পরবর্তী সহিংসতায় খবর পাওয়া গেছে। আনোয়ার মোল্লা (৫৮) নামে এক ব্যক্তিকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে সিঙ্গাশোলপুর ইউপির পরাজিত চেয়ারম্যান প্রার্থী উজ্জ্বল শেখের বিরুদ্ধে। গত শনিবার দুপুরে গোবরা বাজারে এ ঘটনা ঘটে। আনোয়ার মোল্লা সদর উপজেলার গোবরা গ্রামের বাসিন্দা।

আহত আনোয়ারকে প্রথমে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে যশোর পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শরীফ মোহাম্মদ হাসান বলেন, ‘এক্সে করে দেখা গেছে পা ভেঙে গেছে। অতিরিক্ত আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাই তাঁকে আমরা যশোর পঙ্গু হাসপাতালে পাঠিয়েছি।’

আনোয়ার মোল্লা বলেন, ‘আমি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম হিটুর পক্ষে কাজ করেছিলাম। এতে ক্ষিপ্ত হয়ে পরাজিত চেয়ারম্যান প্রার্থী মো. উজ্জ্বল শেখ আমার কাছে টাকা চাঁদা দাবি করেন।’

আনোয়ার মোল্লা আরও বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে ধান-পাটের ব্যবসা করি। শনিবার হাটের দিন ছিল। ধান বিক্রির প্রায় ৪ লাখ টাকা দোকানে ঢুকে ড্রয়ারে রাখবো এমন সময় চেয়ারম্যান উজ্জ্বলের নির্দেশে নিউটন আজিজুর, রিপন ও রাজ্জাকসহ ১০ থেকে ১২ জন আমাকে বেধড়ক পেটাতে শুরু করে। এতে আমার পা ভেঙে যায়।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সিঙ্গাশোলপুর ইউপির পরাজিত চেয়ারম্যান প্রার্থী উজ্জ্বল শেখের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত কবির বলেন, ‘আমরা ফোনে খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ